গাছ থাক, মশা নয়
প্রথম আলো
প্রকাশিত: ১৪ জুলাই ২০২০, ১১:০০
নগরবাসী অনেকেই বাসার বারান্দায় বা ছাদে এক টুকরো বাগান করতে ভালোবাসেন। কর্মস্থলের বহুতল ভবনের উঁচু জানালা থেকেই দেখি কিংবা ছোট্ট তিনতলা বাড়ির ছাদ থেকে, শহরবাসীর বাসস্থানকে সবুজ করার প্রয়াস দেখে বুঝতে পারি, এ শহরে সবুজপ্রেমী মানুষের সংখ্যা নেহাত কম নয়। তবে কারও কারও কাছে শুনেছি গতবার ডেঙ্গুর মৌসুমে মশার ভয়ে গাছপালা ফেলে দেওয়ার মতো ঘটনাও। মশার কবল থেকে বাঁচতে কি আসলেই গাছ রাখা যাবে না বাড়িতে?
- ট্যাগ:
- লাইফ
- মশা তাড়ানো
- বারান্দায় বাগান