জেকেজির ডা. সাবরিনার খুঁটির জোর কোথায়?
করোনাভাইরাস পরীক্ষায় জেকেজি হেলথকেয়ারের প্রতারণার ঘটনা এখন টক অব দ্যা কান্ট্রি। এই ঘটনায় স্বামী আরিফের পর গ্রেপ্তার হয়েছেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সদ্য বরখাস্ত চিকিৎসক ডা. সাবরিনা আরিফ চৌধুরী। কিন্তু কোন খুঁটির জোরে তারা ‘ধরাকে সরা জ্ঞানে’ এমন ভয়াবহ প্রতারণা করার দুঃসাহস দেখিয়েছেন সেই উত্তরটিই এখন সবাই খুঁজছে।
ডা. সাবরিনার স্বামীর মালিকানাধীন প্রতিষ্ঠান ওভাল গ্রুপ জেকেজি কেবল করোনা পরীক্ষার অনুমতিই নয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও চিকিৎসকদের সংগঠন বিএমএ-এর অনুষ্ঠানগুলোর ব্যবস্থাপনারও কাজ করত। শুধু তাই নয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে আলাদা প্রভাব নিয়েও চলাফেরা করতে আরিফ দম্পতি। তাদের সেই প্রভাবের উৎস সন্ধান করতে গিয়ে উঠে এসেছে নানা রকম তথ্য। এমন কথাও উঠেছে হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের ইউনিট প্রধান ডা. কামরুল হাসান মিলনের প্রশ্রয়ে সাবরিনারা নানা অনৈতিক সুবিধা ভোগ করতেন। ডা. সাবরিনা আরিফ চৌধুরী চিকিৎসক হিসেবে ডা. কামরুল হাসান মিলনের অধীনস্ত ছিলেন।