You have reached your daily news limit

Please log in to continue


সরকারি পাটকল আধুনিক হবে কবে?

বন্ধ করে দেওয়া সরকারি পাটকলগুলো কবে নাগাদ আধুনিক হবে, কবে নাগাদ সেই পাটকলগুলোতে বর্তমানে বেকার হয়ে যাওয়া শ্রমিকরা নিয়োগ পাবেন, কবে নাগাদ শ্রমিকরা পরিবার নিয়ে সুখের সন্ধান পাবেন, এমন জিজ্ঞাসা সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া ডেমরার সরকারি পাটকল লাতিফ বাওয়ানি জুটমিলের শ্রমিক আব্দুল কাদেরের। জানতে চাইলে পাটকলের বেকার হয়ে যাওয়া একাধিক শ্রমিক জানান, জীবনের শেষ পর্যায়ে এসে আবার তাদের নতুন করে শুরু করতে হবে। তবে এই শুরুটা তারা করতে পারবেন কিনা বা পারলেও কতটুকু সফল হবেন, এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তাদের। তাদের প্রশ্ন, এখনও তো পাওনাই পরিশোধ হলো না, কবে নাগাদ এসব পাটকল আধুনিক হবে, আর কবে চালু হবে, আর কবে সেখানে তাদের কাজ জুটবে? এসব প্রশ্নের উত্তর খুঁজেই দিন কাটছে বেকার পাটকল শ্রমিকদের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন