![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/13/ed845e404c96285480fb179507cc5bd2-5f0c5fcc0d558.jpg?jadewits_media_id=678311)
পঞ্চগড়ে নিম্নাঞ্চল প্লাবিত, সেতু ভেঙে করতোয়ার দুই পাড়ের মানুষ বিচ্ছিন্ন
পঞ্চগড়ে টানা ভারি বর্ষণে করতোয়াসহ অন্যান্য নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) জেলার সদর উপজেলার করতোয়া নদীর মিরগড় ঘাটের চারশ’ মিটার কাঠের সেতু ভেঙে পানিতে তলিয়ে গেছে। এতে ধাক্কামাড়া ও সাতমেরা ইউনিয়নের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।