![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/Gorrila-2007131229.jpg)
হাসপাতালের বেডে শুইয়ে করোনা পরীক্ষা হল ১৯৬ কেজির গরিলার!
হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রোগীর শারীরিক পরীক্ষা করেছেন চিকিৎসকেরা। করোনা টেস্টের জন্য নেয়া হয়েছে লালারস। প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবে এমন দৃশ্য হরহামেশাই হাসপাতালে দেখা মেলে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তেমন একটি ব্যতিক্রমী দৃশ্যের ছবি ভাইরাল হতেই নড়েচড়ে বসেন নেটিজেনরা। কারণ মানুষ রোগীর বদলে বিছানায় শুয়ে আছে আস্ত ১৯৬ কেজির বিশাল আকৃতির এক গরিলা।