চীনে স্মার্টফোনের চালান কমেছে ১৬ শতাংশ
গত বছরের তুলনায় চীনে স্মার্টফোনের চালান কমেছে ১৬ শতাংশ। মঙ্গলবার প্রকাশিত এক সরকারি হিসেবে এ খবর জানানো হয়েছে। এই সংখ্যা থেকে বোঝা যায় করোনা মহামারীর কারণে চীনে হ্যান্ডসেটের চাহিদা কমেছে। গত জুনে দেশটিতে ফোন তৈরী করা প্রতিষ্ঠানগুলো ২৭.৭ মিলিয়নের হ্যান্ডসেট চালান দেয়। যা গত বছরের জুনে ছিলো ৩২.৭ মিলিয়ন। রাষ্ট্রীয় থিংক ট্যাংক চীনা একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (সিএআইসিটি) জানিয়েছে এমন তথ্য।