![](https://media.priyo.com/img/500x/http://thesangbad.net/images/2020/July/13Jul20/fb_images/sangbad_bangla_1594637266.jpg)
১৫ আগস্টের বিশেষ নাটকে তারিন-শতাব্দী
সংবাদ
প্রকাশিত: ১৩ জুলাই ২০২০, ১৭:০৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে মৃত্যুকে নিয়ে এবার তৈরি হচ্ছে বেশ কিছু নাটক। তার মধ্যে রূপক গল্পে নির্মিত হচ্ছে গোলাম সোহরাব দোদুলের রানার। যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তারিন জাহানকে। আরও একটি ভূমিকায় থাকছেন শতাব্দী ওয়াদুদ।
তারিন-শতাব্দীকে নিয়ে গতবছরও একই বিষয়ে মৃতের আত্মহত্যা নামে নাটক নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল। এবারও তিনি একই বিষয়ে অন্য একটি গল্প তুলে ধরতে যাচ্ছেন এ দুজনের মাধ্যমে।