ডিজিটাল ভারত গড়তে মোদির পাশে গুগল, ৭৫ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা
গুগল বড় বিনিয়োগ করতে চলেছে ভারতে। আজ সোমবার গুগলে প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই ঘোষণা করেছেন, ভারতের ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন। আর এই বিনিয়োগ করা হবে আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে। ভারতের ডিজিটাল অর্থনীতির উন্নয়নের জন্য এই অর্থ বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সোমবার গুগল ও আলফাবেটের সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে বৈঠক করেন। বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা হয়। দেশটির প্রধানমন্ত্রী এই দিন বিশ্বজুড়ে এমন মহামারির সময় নতুন কর্মসংস্কৃতি চ্যালেঞ্জের কেমন হবে তা নিয়ে বিজনেস লিডারদের সঙ্গে আলোচনা করেন। ওই আলোচনা শেষে সুন্দর পিচাই গুগল ফর ইন্ডিয় ষষ্ঠ বার্ষিক সংস্করণ শীর্ষক ভাষণ দেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ২ সপ্তাহ আগে
৮ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে