![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/07/online/facebook-thumbnails/iooo-samakal-5f0c18a59a27f.jpg)
যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর যুদ্ধজাহাজে আগুন, আহত ২১
যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর একটি জাহাজে আগুন লেগে ২১ নাবিক আহত হয়েছে। রোববার সকালে সান ডিয়েগো নৌঘাঁটির ইউএসএস বোনহোম রিচার্ড নামের এই জাহাজে আচমকা বিস্ফোরণের পর এই অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে জানিয়েছেন জাহাজের নাবিকরা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অগ্নিকাণ্ড
- মার্কিন রণতরী