![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/dildar-family-2007130757.jpg)
কেমন আছে দিলদারের স্ত্রী ও দুই মেয়ে
ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তী কৌতুক অভিনেতা দিলদার। যিনি নানামাত্রিক ভঙ্গিতে কৌতুক অভিনয় দিয়ে দর্শকের মনে হাসির খোরাক জোগাতেন। ২০০৩ সালের আজকের এই দিনে মারা যান তিনি। তার যাওয়ায় ঢাকাই ছবিও যেনো কমেডি হারিয়েছে। এখনো মিস করেন বাংলা ছবির দর্শকরা। দিলদার চলে গেলেও তার জনপ্রিয়তা কমেনি একটুও।
মৃত্যুর সময় দিলদার রেখে গেছেন স্ত্রীর রোকেয়া বেগম ও দুই কন্যা মাসুমা আক্তার ও জিনিয়া আফরোজকে। সেই পরিবার এখন কেমন আছে? জানা গেছে, দিলদার যখন মারা যান তখন তার বড় মেয়ের বয়স ২৫ বছর। এখন তিনি বাচ্চার মা। পেশায় চিকিৎসক। তার ছেলে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়য়ে পড়েন। আর মেয়ে পড়ে সপ্তম শ্রেণিতে। ছোট মেয়ে জিনিয়ার একছেলে ও এক মেয়ে।