বর্ষায় দেয়ালের স্যাঁতসেঁতে ভাব দূর করবেন যেভাবে
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৩ জুলাই ২০২০, ০৮:০১
বর্ষাকালে পাকা বাড়ির দেয়াল স্যাঁতস্যাঁতে হয়ে যায়। ডাম্প পরা ভিজে দেয়াল বাড়তি ঝামেলা তৈরি করে। বাড়ির দেয়ালের অবস্থার কথা ভেবে আপনার ভিতরে ঢুকতেই ইচ্ছা করছে না? এই দুর্ভোগের শিকার কী আপনিও? মনে রাখবেন এই সময় ঘরবাড়ি পরিষ্কার করা থেকে জামাকাপড়ের যত্ন সবখানেই প্রয়োজন অতিরিক্ত মুনশিয়ানার। দেয়ালকে কীভাবে সুরক্ষিত রাখবেন সেই টিপস রইল আপনার জন্য৷ আপনার বাড়ির দেয়াল, ছাদ বা জানালার আশেপাশে কোনও ফাটল রয়েছে কী না আগে নিশ্চিত হোন৷ ভাল করে দেখে নিন বাড়ির ছাদ, মেঝে ও দুই দেয়ালের সংযোগ স্থলগুলো। কোথাও কোনও ফাটল বা আর্দ্রতা জমতে দেখলে দ্রুত ব্যবস্থা নিন।
- ট্যাগ:
- লাইফ
- স্যাঁতস্যাঁতে ভাব
- বর্ষাকাল
- দেয়াল