গ্লাভসে কমনীয়তা হারাচ্ছে ‘থাই ম্যাসাজ’
থাইল্যান্ডে ম্যাসাজ পার্লারের সামনে দাঁড়ালেই হাস্যোজ্জ্বল কোনও কর্মী এগিয়ে এসে করজোড়ে অভ্যর্থনা জানানোর রীতি বেশ পুরনো। জেসমিনের সুগন্ধিতে ভরপুর পার্লারে একবার ঢুকলে বের হতে মন চাইবে না সহজে। দক্ষ থাই কর্মীদের হাতে শরীর ম্যাসাজ করাতেই প্রতিবছর সেখানে ছুটে যান বহু পর্যটক। কিন্তু, করোনা মহামারির কারণে সেই পরিচিত দৃশ্যটা আর নেই।
এখন ম্যাসাজ পার্লার বা স্পা সেন্টারগুলোতে ফুলের সৌরভের চেয়ে নাকে বেশি আসবে জীবাণুনাশকের তীব্র গন্ধ। ম্যাসাজকর্মীদের মসৃণ হাতের বদলে শরীরে ছোঁয়া লাগবে রাবারের গ্লাভসের। প্রাণঘাতী ভাইরাসের কারণে ম্যাসাজের চিরায়ত নিয়মনীতি বদলে ফেলতে বাধ্য হয়েছে থাইল্যান্ড।