কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

'সেলফি' দেখিয়েই সাহেদের কোটি কোটি টাকা প্রতারণা

কালের কণ্ঠ রিজেন্ট হাসপাতাল লিমিটেড প্রকাশিত: ১২ জুলাই ২০২০, ১১:৫৭

আলোচিত সাহেদের প্রতারণার অন্যতম অস্ত্র ছিল বিশিষ্টজনদের সঙ্গে ছবি। যেখানেই সে প্রতারণা করতে যেত, সেখানে এই ছবি ও বিশিষ্টজনদের সঙ্গে 'ওঠাবসা'র বিষয়টি বুঝিয়ে দিতো। যার ফলে তাকে সহজেই বিশ্বাস করে লাখ লাখ টাকা দিতে দ্বিধাবোধ করতো না। পরবর্তীতে সেই টাকা উদ্ধার করতে এলে তাকে বানিয়ে দেয়া হতো 'চরিত্রহীন' এতে সহায়তা করতো তার নিজের অফিসের কয়েকজন নারী।

সাহেদকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত। আর সেসব অনুষ্ঠানে বিশিষ্ঠজনদের সঙ্গে সেলফি বতুলে রাখতো। অবশ্য সাহেদ যখন সেলফি তুলতো তখন কেউ 'না' করতে পারতো না। রিজেন্ট হাসপাতালের মালিক পরিচয় দিলে কোনো বিশিষ্টজন তাকে না করবেন কীভাবে? সাহেদের বিভিন্ন সময় পোস্ট করা সেলফি গুলো দেখা বোঝা যেত সে যেচে গিয়েই ওই ছবিগুলো তুলেছে। আর এসব ছবিকে পুঁজি করেই সবখানে ফায়দা লুটতো। তার বিরুদ্ধে অভিযোগ করতে গেলে থানায় মামলা কিংবা জিডি নেওয়া হতো না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও