![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feducation%3FimgPath%3D2019November%2Fclass-8-20200712102746.jpg)
নতুন রুটিনে আজ মাধ্যমিক-কারিগরির যেসব ক্লাস
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ জুলাই ২০২০, ১০:২৭
করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় টেলিভিশনে পাঠদান কার্যক্রম সম্প্রচার শুরু হয়েছে। ছুটির দিন বাদে অন্যান্য দিনে জাতীয় সংসদ টেলিভিশনে মাধ্যমিকের বিভিন্ন স্তরে পাঠদান সম্প্রচার করা হচ্ছে। রোববার (১২ জুলাই) মাধ্যমিকে ১০টি ও কারিগরির তিনটিসহ মোট ১৩টি বিষয়ের ক্লাস প্রচার করা হবে।