বেনাপোলে ৬৭ কোটি টাকা রাজস্ব আদায়
২০১৯-২০ অর্থবছর দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন হয়ে ভারত ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর বাবদ সরকারের ৬৭ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ৪৯৪ টাকা রাজস্ব আদায় হয়েছে। এ সময়ে ১২ লাখ ৫৪ হাজার ২৬৩ জন যাত্রী ভারতে প্রবেশ করে। আদায়কৃত অর্থের মধ্যে বেনাপোল সোনালী ব্যাংক আদায় করেছে ৪৭ কোটি ৪৬ লাখ ২২ হাজার টাকা।
বাকি অর্থ আদায় হয়েছে দেশের অন্যান্য সোনালী ব্যাংকের শাখা থেকে। করোনা প্রাদুর্ভাবের কারণে এবার যাত্রীর যাতায়াত তার আগের অর্থ বছরের চেয়ে কমেছে বলে জানা গেছে। বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার রকিবুল ইসলাম যাত্রী পরিসংখ্যান ও রাজস্ব আদায়ের তথ্য সময় নিউজকে নিশ্চিত করেছেন।