
ইউভেন্তুসের ৭০ বছর পর আতালান্তা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১২ জুলাই ২০২০, ০৪:০০
ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নিলেন দুভান সাপাতা। এরই সঙ্গে অসাধারণ এক কীর্তি গড়ে ফেলল তার দল আতালান্তা। চলতি সেরি আয় দলটির তিন জন খেলোয়াড়ের গোল হলো অন্তত ১৫টি করে।
ইতালির শীর্ষ লিগে একই আসরে কোনো দলের তিন জন খেলোয়াড়ের অন্তত ১৫টি করে গোল করার আগের রেকর্ডটি হয়েছিল আজ থেকে ৭০ বছর আগে।
১৯৫১-৫২ মৌসুমে ইউভেন্তুসের তিন খেলোয়াড় গড়েছিলেন এই কীর্তি।শনিবার এই দলের বিপক্ষেই ম্যাচের ষোড়শ মিনিটে সাপাতা লক্ষ্যভেদ করলে রেকর্ডটি স্পর্শ করে আতালান্তা। রদ্রিগো বেন্তানকুরকে এড়িয়ে স্লাইড করে ১২ গজ দূর থেকে জাল খুঁজে নেন কলম্বিয়ান ফরোয়ার্ড। দলটির স্লোভেনিয়ার মিডফিল্ডার ইয়োসিপ ইলিসিচের গোলও ১৫টি।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- গোল