করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শনিবার (১১ জুলাই) সময় সংবাদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি। তমা জানান, তার কথা বলতে কষ্ট হচ্ছে। সঙ্গে রয়েছে কাশি আর প্রচণ্ড গলা ব্যথা। বর্তমানে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। তমা মির্জার গত ১০ জুলাই করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার সঙ্গে পুরো পরিবারও এই ভাইরাসে আক্রান্ত।
এমবি মানিকের 'বলো না তুমি আমার' সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তমা মির্জার। এরপর কাজ করেছেন 'ও আমার দেশের মাটি', 'তোমার কাছে ঋণী', 'ইভটিজিং', 'মানিক রতন দুই ভাই', 'এক মন এক প্রাণ', 'নদীজন', 'লাভলি', 'প্রেমের অধিকার' সিনেমায়। পরিবারের অন্য সদস্যদের থেকে তার অবস্থা ভালো না বলে জানান। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত 'নদীজন' সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.