করোনাকালীন সময়েও স্বাস্থ্যসেবায় ঘাটতি রাখা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
করোনা মহামারি করোনাভাইরাসে গত ২০ জুন আক্রান্ত হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা। কয়েকদিন জ্বর থাকায় করোনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হন দেশসেরা এ অধিনায়ক। তবে ২১ দিন পর করোনা জয় করলেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফীর এক বিশেষ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সূত্র জানিয়েছে, এখনো অফিশিয়ালি কোন কিছুই জানানো হয়নি। আগামীকাল তার স্ত্রীর ফের করোনা টেস্ট করা হবে।
তখন বিস্তারিত জানানো হবে। এর আগে ১৪ দিন পর দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করেও পজিটিভ হন মাশরাফী। এত দিন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন। গত ২৩ জুন মাশরাফীর ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজাও করোনা পজিটিভ হন। করোনাকালে বড় ভাই মাশরাফীর সঙ্গে বিভিন্ন কাজে সম্পৃক্ত ছিলেন মোরসালিন। অনেক সহযোগিতা করেছেন তাকে।