![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F11%2Fya.jpg%3Fitok%3DZ0pfrDBZ)
রাজধানীতে ১১ হাজার ইয়াবাসহ আটক ২
রাজধানীর শ্যামলী স্কয়ার থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-২)। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। আজ শনিবার দুপুরে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নে (র্যাব-২) কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর এইচ এম পারভেজ আরেফিন এই তথ্য জানিয়েছেন। এইচ এম পারভেজ আরেফিন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি,কুমিল্লা থেকে একটি বড় চালান ঢাকার হেমায়েতপুর উদ্দেশে আসছে। এরপর আমরা আনুমানিক রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলী স্কয়ার একটি চেকপোস্ট স্থাপন করি।’ পারভেজ আরেফিন বলেন,‘চেকপোস্টে তল্লাশি চলাকালীন হঠাৎ দুজন দ্রুত সিএনজি থেকে নেমে পালিয়