অনলাইনে চাকরির ইন্টারভিউ? কিছু জরুরি টিপস
করোনা পরিস্থিতির কারণে অনেক কিছুর মতো চাকরির ইন্টারভিউও অনলাইনে হচ্ছে। প্রচলিত ইন্টারভিউর সঙ্গে এর যেমন পদ্ধতিগত পার্থক্য আছে, সেই সঙ্গে নতুন কিছু ব্যাপারও আছে, যেগুলোর মুখোমুখি আগে হয়তো অনেকেই হয়নি। আরো জানাচ্ছেন হাবিব তারেক ১. ইন্টারভিউর আগে সম্ভাব্য প্রশ্নগুলোর ব্যাপারে প্রস্তুতি নিয়ে রাখবেন।
যে রুম বা জায়গায় কোলাহল বা হৈচৈ নেই, সেখানে ওয়েবক্যামযুক্ত কম্পিউটার/ল্যাপটপ বা স্মার্টফোন সামনে নিয়ে বসুন। ইন্টারনেট যেন নিরবচ্ছিন্ন থাকে সে ব্যাপারে খেয়াল রাখুন। ইন্টারভিউতে কথা বলার সময় ক্যামেরার দিকে চোখ রেখে কথা বলুন, যাতে স্বাভাবিক আই কন্টাক্ট হয়। ২. যেহেতু ইন্টারভিউটা অনলাইনে হচ্ছে, নেটের সমস্যা বা কারিগরি সমস্যার কারণে ওপাশের কোনো কথা স্পষ্ট শুনতে না পারাটাও খুব স্বাভাবিক! এমনটি হলে বিনীতভাবে কথাটি পুনরায় বলতে অনুরোধ করুন। কোনো কথা স্পষ্ট না বুঝে আন্দাজ করে উত্তর দিতে গেলে ভুল হওয়ার আশঙ্কা থাকবে।