ভয়ানক ম্যালওয়্যারঃ প্লে স্টোর থেকে আরো ১১ অ্যাপ সরালো গুগল
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১১ জুলাই ২০২০, ১৩:০৩
ভয়ানক ম্যালওয়্যার জোকার খুঁজে পাওয়ায় প্লে স্টোর থেকে ১১টি অ্যাপ সরিয়ে দিল গুগল কর্তৃপক্ষ। গুগলের চেক পয়েন্ট টিমের রিসার্চাররা সম্প্রতি জোকার ম্যালওয়্যারের একটা নতুন সংস্করণ খুঁজে পেয়েছেন। আর তাই নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গুগল
- প্লে স্টোর
- ম্যালওয়্যার
- ভয়ানক