এনকাউন্টার স্পেশালিস্ট ‘সিংহাম’ হেসে বললেন ‘নো কমেন্টস’
ভারতের উত্তরপ্রদেশের পুলিশের এনকাউন্টারে কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে গতকাল শুক্রবার ভোরে নিহত হওয়ার পর সারা ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নাম নিয়েই আলোচনা। আইপিএস অফিসার ভি সি সজ্জনার। ফোনের পর ফোন পাচ্ছেন সজ্জনার। ফোন তো আসবেই।
ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাইবারাবাদের পুলিশ কমিশনার ভি সি সজ্জনারকে বলা হয়, এ মুহূর্তে ভারতের সবচেয়ে ‘বিখ্যাত’ বা ‘কুখ্যাত’ এনকাউন্টার স্পেশালিস্ট। কারণ, নেটিজেনদের অনেকেরই গত বছরের ৬ ডিসেম্বরে হায়দরাবাদের একটি এনকাউন্টারের ঘটনা মনে পড়ে গেছে। ঘটনাচক্রে সেদিনও ছিল শুক্রবার। সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- এনকাউন্টার
- ভারতীয় পুলিশ