ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মতে, জেমস অ্যান্ডারসনই একমাত্র বোলার যিনি প্রচলিত ইনসুইঙ্গারের কব্জির অবস্থান নিয়ে ‘রিভার্স আউটসুইঙ্গার’ করতে পারেন। লিটল মাস্টার একে বিপরীত সুইং বলে অভিহিত করেছেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার সঙ্গে তার ‘১০০এমবি’ অ্যাপে কথা বলার সময় শচীন ব্যাখ্যা করেন যে, কেন অ্যাজাস বোলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্টে ইংল্যান্ডের পক্ষে অ্যান্ডারসন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।
‘বিপরীত সুইংয়ের ক্ষেত্রে জিমি অ্যান্ডারসন সম্ভবত প্রথম বোলার যে রিভার্স সুইংও উলটো টাও করতে পারে,’ লারাকে বলেন সচিন। সুস্পষ্ট ভাষায়, ডানহাতি বোলারের প্রচলিত ইনসুইংয়ের ক্ষেত্রে, বলের পালিশ বাইরের দিকে এবং অভ্যন্তরের থাকে রুক্ষ অংশটি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.