ঘরে বসেই জানা যাবে কোন হাসপাতালে কয়টি সিট খালি!
চট্টগ্রামে কোন হাসপাতালে কয়টি সিট খালি, কোন হাসপাতালে মিলবে আইসিইউ, কোন হাসপাতালে গেলে মিলবে করোনা রোগীর সেবা? এসব প্রশ্নের উত্তর জানা যাবে ঘরে বসেই। হাসপাতালগুলোর প্রয়োজনীয় সব তথ্য নিয়ে ‘হাসপাতাল তথ্য বাতায়ন’ নামে একটি অনলাইন সেবা চালু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ উদ্যোগ বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে স্পেকট্রাম আইটি সলিউশনস লিমিটেড।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘হাসপাতাল তথ্য বাতায়ন’-এর ওয়েবসাইট www.hospitalfinder.info উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন।