![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F10%2Flan3s1fl.jpg%3Fitok%3D-phDw_sA)
করোনা পরিস্থিতির উন্নতি হলেই মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ
এনটিভি
প্রকাশিত: ১০ জুলাই ২০২০, ১১:১৫
করোনা পরিস্থিতির উন্নতি হলে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) দিয়ে মাঠে ফিরতে পারে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। আর খেলা মাঠে গড়ালে কোন ভেন্যুতে হবে, তা নিয়েও আলোচনা শুরু করে দিয়েছে সিসিডিএম। ম্যাচের জন্য তাদের প্রস্তাবনায় রয়েছে দুটি ভেন্যু, বিকেএসপি অথবা কক্সবাজার।