You have reached your daily news limit

Please log in to continue


সামর্থ্যরে অর্ধেক পরীক্ষা : করোনা সংক্রমণের স্থায়িত্ব বৃদ্ধি

মধ্য গোরানের বাসিন্দা একটি ব্যাংকের পিয়ন আসিফুর রহমান সলিল ৭ জুলাই সংবাদ’কে বলেন, গত ২১ জুন করোনা টেস্ট করিয়েছি, আজ ১৭ দিন হয়ে গেল, এখনও রিপোর্টের এসএমএস আসেনি। এভাবে চললে আমি চাকরিজীবী হয়ে কয় দিন আসা-যাওয়া করব। দেশে প্রতিদিন করোনাভাইরাসের নমুনা পরীক্ষার যে সক্ষমতা আছে তার অর্ধেকও পরীক্ষা করা হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি হাসপাতালের কর্মকর্তা সংবাদ’কে বলে, রাজধানীর ৩৭টিসহ ৭১টি ল্যাবরেটরিতে প্রতিদিন ২৭ থেকে ৩০ হাজার করোনাবাইরাসের নমুনা পরীক্ষা করার সক্ষমতা আছে। কিন্তু বাস্তবে ১৪-১৫ হাজারের বেশি নমুনা পরীক্ষা হচ্ছে না। অন্যদিকে নমুনা পরীক্ষার রিপোর্ট এক-দুই দিনের মধ্যে পাওয়ার কথা থাকলেও রিপোর্ট পেতে ১৫ দিন লেগে যায়। এমন অভিযোগ অনেকেই জানান। নমুনা বুথে ২০০ টাকা আর বাসায় গিয়ে নমুনা নিলে ৫০০ টাকা ফি নির্ধারণ করেছে সরকার। সেটাও নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন কয়েকটি সরকারি বুথ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন