চট্টগ্রামে করোনা আক্রান্ত ৬২ শ্রমিকের ৪৯ জনই ইপিজেডের কারখানার
বণিক বার্তা
প্রকাশিত: ০৯ জুলাই ২০২০, ২২:০৩
সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর গত ২৬ এপ্রিল থেকে পর্যায়ক্রমে সচল হয় দেশের ছয় শিল্প এলাকার কারখানাগুলো। এরপর আবার ঈদের ছুটি এবং ছুটি শেষে শ্রমিকদের কাজে যোগদান। কারখানা ‘বন্ধ-খোলা-বন্ধ’ চক্রে পড়ে অনেক শ্রমিকই কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে আসা-যাওয়ার মধ্যে ছিলেন। ফলে কভিড আক্রান্তের ঝুঁকি বেড়ে গিয়েছিল তাদের। এরই মধ্যে শ্রমঘন ছয় এলাকার শিল্প-কারখানাগুলোয় ৪৫৬ শ্রমিক কভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে বন্দরনগরী চট্টগ্রামের শিল্প কারখানায় আক্রান্ত শ্রমিকের সংখ্যা ৬২ জন। যার ৪৯ জনই রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) কারখানার সঙ্গে যুক্ত।