![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020July/bg/Babil-Khan20200709210559.jpg)
বিশ্বে বলিউডকে তেমন শ্রদ্ধা করা হয় না: ইরফানপুত্র বাবিল
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৯ জুলাই ২০২০, ২১:০৫
বলিউডে ‘সিক্স প্যাক অ্যাবসওয়ালা’দের জন্যই নাকি বারবার ইরফান খানের সিনেমা অসফল হয়েছে। তাছাড়া, আন্তর্জাতিক অঙ্গনে নাকি বলিউডকে খুব একটা শ্রদ্ধা করা হয় না। এবার বলিউডের বিরুদ্ধে সরব হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বাবা ইরফান খানের দুটি অপ্রকাশিত ছবি পোস্ট করেছেন ইরফান খান ও সুতপা শিকদারের ছেলে বাবিল খান। সেসঙ্গে বলিউড নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।