![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/07/09/142921_bangladesh_pratidin_DINAJPUR--ONLINE-Korbanir-P.jpg)
হাকিমপুরে অনলাইনে পশুর হাট
করোনা মহামারীর এই সময়ে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে করোনা, দালাল ও খাজনা মুক্ত হাকিমপুর উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকার জন্য অনলাইনে কোরবানির পশুর হাট চালু করেছে হাকিমপুর উপজেলা প্রাাণ সম্পদ অফিস।
খামারীদের এই করোনায় স্বাস্থ্যঝুঁকি নিয়ে কোরবানি পশুর হাটে যেতে না হয়, সেদিকে লক্ষ্য রেখে প্রাণি সম্পদ অফিসের উদ্যোগে এ কার্যক্রম শুরু করেছে। যাতে হাটে না গিয়ে স্বাস্থ্যবিধি মেনেই ক্রেতা-বিক্রেতা ঘরে বসে তাদের পছন্দের পশুটি ক্রয়-বিক্রয় করতে পারেন। এক সপ্তাহ আগে এই কার্যক্রম চালুর পর থেকে ব্যাপক সাড়া পাচ্ছে খামারীরা। এর ফলে খামারীদের পশু বিক্রি করতে খরচ কম লাগবে এবং তারা লাভবানও হবেন।