রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদের সহযোগী গ্রেপ্তার
বিভিন্ন অভিযোগে সিলগালা করে দেওয়া রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদের সহযোগী তারেক শিবলীকে গ্রেপ্তার করেছে র্যাব।বুধবার রাতে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশিম।এর আগে গত সোমবার থেকে র্যাবের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরে সাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়।
বিনামূল্যে করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তি থাকলেও র্যাবের অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি সাধারণ রোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অন্তত ছয় হাজার মানুষকে করোনা টেস্টের ভুয়া সনদ দিয়েছে।