যেসব কারণে বেশিরভাগ টয়লেট টিস্যু সাদা রঙের হয়
ঢাকা টাইমস
প্রকাশিত: ০৯ জুলাই ২০২০, ১১:১৩
বহুল ব্যবহৃত একটি পণ্য হলো টয়লেট টিস্যু। বাজার থেকে প্রয়োজন হলেই টয়লেট টিস্যু কিনে আনেন। কিন্তু কখনো ভেবেছেন কি বেশিরভাগ ক্ষেত্রে টয়লেট টিস্যু সাদা রঙের হয় কেন?
আপনি মনে করতে পারেন সাদা হলে পরিস্কার করতে ভালো এ কারণে তবে এর পেছনে বৈজ্ঞানিক ও কিছু ব্যবসায়ীক কারণও রয়েছে। চলুন সেগুলো জেনে নিই- প্রথম কারণ টয়লেট টিস্যু সাদা রঙের হওয়ার প্রথম কারণ হলো এটি তৈরির সময় ব্লিচ করা হয়েছে। ব্লিচ করা না হলে টিস্যু কাগজটি বাদামি রঙের হতো। যেসব কোম্পানি টিস্যু তৈরি করে তারা রঙিন টিস্যুর পেছনে বিনিয়োগ করে না।
- ট্যাগ:
- জটিল
- অজানা তথ্য
- টয়লেট টিস্যু