মহামারি করোনার ভাইরাসে টিকাকে বৈশ্বিক পণ্য ঘোষণার দাবি জানিয়েছেন ১৯ নোবেল বিজয়ীসহ ১১৪ জন বিশ্বনেতা। এর মধ্যে ৩৬ জন সাবেক রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ, শিল্পী এবং আন্তর্জাতিক এনজিও বিশেষজ্ঞ রয়েছেন। বাংলাদেশের ইউনূস সেন্টারের উদ্যোগে বিশ্বনেতারা বিবৃতিতে সই করেন।
তাদের দাবি- করোনার ভ্যাকসিন বিশ্বের সবাইকে বিনামূল্যে দিতে হবে। বিবৃতিতে বলা হয়, একটি মহামারি পরিষ্কারভাবে একটি দেশের স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থার শক্তি ও দুর্বলতাকে উন্মোচিত করে এবং একই সঙ্গে এ ব্যবস্থায় জনগণের প্রবেশাধিকারের বাধা ও অসমতাগুলো তুলে ধরে। করোনার সম্ভাব্য ভ্যাকসিনের প্রচারণার কার্যকারিতা নির্ভর করবে এর সর্বজনীনতার ওপর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.