করোনায় ক্ষতি হতে পারে মস্তিষ্কেরও!
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ১৬:৫৮
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। ভয়াবহ এই ভাইরাসটিতে বিশ্বে এরইমধ্যে আক্রান্ত হয়েছে এক কোটিরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখের মতো লোক। ভাইরাসটি মূলত মানব দেহের শ্বাসনালী ও ফুসফুসে সংক্রমণ করে বলে শুরুতে জানা গেলেও এখন আরো নতুন সব আশঙ্কার কথা জানাচ্ছেন বিজ্ঞানীরা।
সম্প্রতি এক গবেষনায় বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনায় আক্রান্ত অনেক ব্যক্তিরই মস্তিষ্কে প্রদাহ, মানসিক ব্যাধি ও প্রলাপের মতো মারাত্মক স্নায়বিক জটিলতা দেখা দিচ্ছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) ওই গবেষণায় কোভিড-১৯ এ আক্রান্ত ৪৩ রোগীর মস্তিষ্কের অস্থায়ী কর্মহীনতা, স্ট্রোক, স্নায়ুর ক্ষয়ক্ষতি কিংবা মস্তিষ্কে আরো গুরুতর কোনো সমস্যার উপস্থিতি মিলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।