ফেসবুক নেতৃত্বের ওপর খেপেছে ঘৃণ্য বক্তব্য নিয়ে ফেসবুকের বিরুদ্ধে আন্দোলনকারী সিভিল রাইটস ও অ্যাকটিভিস্ট গ্রুপগুলো। ফেসবুকে বিজ্ঞাপন বর্জনের ডাক দিয়ে #স্টপহেটফরপ্রফিট আন্দোলনকারীরা ইতিমধ্যে ৫০০ বিজ্ঞাপনদাতাকে তাদের সঙ্গে পেয়েছে। তাদের দাবিদাওয়া জানাতে গতকাল মঙ্গলবার ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গসহ প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে ভার্চ্যুয়াল আলোচনায় বসেছিল আন্দোলনকারীরা। তবে আলোচনা ফলপ্রসূ হয়নি।
ফেসবুক তাদের জায়গায় অনড়। তারা আন্দোলনকারীদের দাবিদাওয়া কানে তোলেনি বা কোনো কিছু করার প্রতিশ্রুতি দেয়নি। কালার অব চেঞ্জের প্রেসিডেন্ট রাশাদ রবিনসন বলেন, বৈঠক থেকে শুধু হতাশা পাওয়া গেছে। ফেসবুক কর্তৃপক্ষ এমনভাবে বৈঠক করেছে যেন শুধু এটা তাদের হাজিরা দেওয়ার জন্য আসা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.