You have reached your daily news limit

Please log in to continue


৭টি ঔষধি গাছের কথা

প্রাথমিকভাবে রান্নাবান্নায় ব্যবহার হওয়া, এসব ৭টি গাছের রয়েছে ঔষধি গুণ, স্বাস্থ্যহিতকর প্রভাব সম্বন্ধে জেনেছেন বিজ্ঞানীরা। আমরা জানি, সভ্যতার উষালগ্ন থেকে গাছপালা, তরুলতা, গুল্ম ব্যবহৃত হয়ে আছে ওষুধ হিসেবে। যাদের রয়েছে রাসায়নিক যৌগিক ফাইকেমিক্যাল, আর জীবতাত্ত্বিক গুণ রয়েছে যাদের, এদের শনাক্ত করেছেন বিজ্ঞানীরা, ভেষজ এসব ওষুধ এসেছে আধুনিক চিকিত্সাবিজ্ঞানে। ৭টি ঔষধি গাছ নিয়ে আজকের এই নিবন্ধ। রোজমেরিবিশ্বে সবচেয়ে জনপ্রিয় সুগন্ধি ও ঔষধি গাছের অন্যতম হলো রোজমেরি। রোজমেরিতে আছে কয়েকটি যৌগ, যেমন কেফিক ও রোজমেরিনিক অ্যাসিড, আর এর এসেনশিয়াল তেল হলো এপিনন, ক্যামফর ও লিনালুল অ্যারোমাথেরাপিতে ব্যবহৃত হয় রোজমেরি। স্মৃতি উন্নয়নে সহায়ক, সজ্ঞান সতর্ক ভাব রাখতে সহায়ক। রোজমেরি চা চাপ উপশম করে, হ্রাস করে বিষণ্নতা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন