কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অসুস্থতার মধ্যেও খাদ্য সরবরাহ তদারকি বঙ্গবন্ধুর

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ০৭:৫৯

অসুস্থতা স্বত্বেও খাদ্য পরিস্থিতির খবর রাখছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যদিও তার ব্যক্তিগত চিকিৎসক তাকে পূর্ণ বিশ্রাম নিতে পরামর্শ দেন। ১৯৭২ সালের ৮ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেক্রেটারিয়েটের জরুরি কন্ট্রোল রুম থেকে দেশের বিভিন্ন জায়গায় খাদ্য পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন। চালের দামসহ দেশের অন্যান্য স্থানের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সম্পর্কে কর্মচারীরা তাকে অবহিত করেন। ১৯৭২ সালের ৯ জুলাই প্রকাশিত পত্রিকায় এসব তথ্য জানানো হয়।

প্রকৌশলীদের সম্মেলনে বাণীদেশের প্রাকৃতিক সম্পদ আহরণ করে দেশ গঠন ও অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশের বিজ্ঞানী, প্রকৌশলীরা তাদের দায়িত্ব পালনে সমর্থ হবে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বাণীতে আশা প্রকাশ করেন। ১৯৭২ সালের ৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীদের উদ্যোগে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও শিল্প সম্ভাবনা সম্পর্কে দিনব্যাপী সেমিনার শুরু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও