![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/07/9e33f7e942884cd064e0e15828814fad-5f04adb235815.jpg?jadewits_media_id=1545192)
অনলাইন ক্লাস নয়, অনলাইন শিক্ষা কার্যক্রম চাই
প্রথম আলো
প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ০৮:০০
করোনাভাইরাসের সংক্রমণের কারণে প্রায় তিন মাস বন্ধ আছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শুরু থেকেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনলাইন ক্লাস শুরু করার জন্য পরামর্শ দিয়ে আসছে। সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার মধ্যেও এপ্রিলের শেষ সপ্তাহে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ক্লাস-পরীক্ষা নিতে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত দেয় শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানায়, ‘অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়ার সক্ষমতা অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়েরই রয়েছে।’ ইউজিসি সূত্রে আরও জানা গেছে, ‘করোনাভাইরাসের প্রকোপে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘ ছুটিতে থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস নিচ্ছে দেশের ৬৩টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ৫৬টি বেসরকারি ও বাকি ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়।