আন্তর্জাতিক ম্যাচ মাঠে ফেরায় ইতিবাচক দেখছেন সাবেকরা
দীর্ঘদিন পর আনুষ্ঠানিকভাবে মাঠে ক্রিকেট ফেরাটা অন্য দেশগুলোর জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে। এমনটাই মনে করেন জাতীয় দলের দুই সাবেক ক্রিকেটার হান্নান সরকার ও মেহবার হোসেন অপি। দু'দলের জন্য এ ম্যাচটিকে বেশ চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন সাবেক এই দুই ক্রিকেটার। সবশেষ মার্চে ক্রিকেটের বাইশ গজে বল গড়িয়েছিলো।
১৩ মার্চ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচের পর থেকে, আন্তর্জাতিক ক্রিকেট আর মাঠে গড়ায়নি। এরপর বিশ্বব্যাপী করোনা মহামারি রূপ নেয়ায় বদলে যায় দৃশ্যপট। স্থবির হয়ে পড়ে বিশ্ব ক্রীড়াঙ্গন। এমন কঠিন পরিস্থিতির মাঝেও সবার আগে মাঠে ফিরেছিলো ইউরোপের ক্লাব ফুটবল। ক্রিকেট মাঠে ফেরাতে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে ইংল্যান্ড। তাইতো ৫ সপ্তাহ আগে ইংল্যান্ড আসে ওয়েস্ট ইন্ডিজ দল। অবশেষে প্রতীক্ষার অবসান। প্রায় ৪ মাস পর মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। করোনার সংকটের মাঝেও, সাউদাম্পটনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে মুখরিত হয়ে উঠবে ক্রিকেট অঙ্গন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.