নারায়ণগঞ্জে পাঁচ কয়েল কারখানা সিলগালা, পাঁচজনের কারাদণ্ড

ঢাকা টাইমস নারায়ণগঞ্জ প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ২২:০৪

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে অনুমোদনবিহীন মশার কয়েল উৎপাদনের অপরাধে পাঁচটি কারখানা সিলগালা করা হয়েছে। সেইসঙ্গে ওইসব কারখানার পাঁচজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব কারখানা সিলগালাসহ ওই পাঁচজনকে জরিমানা করা হয়।

র‌্যাব-১১’র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যে বিএসটিআই ও তিতাস গ্যাস কোম্পানির সহযোগিতায় নারায়ণগঞ্জের বন্দর থানাধীন ধামগড় এলাকায় অবস্থিত সেবা কর্পোরেশন, শারমিন কেমিক্যাল, সাব্বির কেমিক্যাল ওয়াকর্স, বিবি এন্টারপ্রাইজ ও শাহেলা ট্রেডিং নামক পাঁচটি মশার কয়েল তৈরির কারখানায় অভিযান চালায় র‌্যাব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও