পাটকল শ্রমিকনেতাদের গ্রেফতারের নিন্দা ও মুক্তি দাবি

বাংলা নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ১৮:০০

খুলনার পাটকল শ্রমিকনেতা অলিয়ার রহমান ও নূর ইসলামকে গ্রেফতারের তীব্র নিন্দা এবং অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।সোমবার (৭ জুলাই) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে এ নিন্দা এবং মুক্তির দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ফলে শ্রমিকরা কর্মচ্যুত হয়েছে। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ শ্রমিকরা তাদের জীবন-জীবিকা রক্ষায় আন্দোলনে নামে। কিন্তু সরকার শ্রমিকদের দাবির প্রতি কর্ণপাত না করে উল্টো ভয়-ভীতি ছড়িয়ে ও গ্রেফতারের মাধ্যমে আন্দোলন দমনের পথ বেছে নিয়েছে। এর আগেও এ পাটকল শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন-অনশন করেছে, অনশনে মৃত্যুবরণ পর্যন্ত করেছে। এখন সরকারি সিদ্ধান্তের মধ্য দিয়ে শ্রমিকদের পথে বসিয়ে রাষ্ট্রায়ত্ত সব পাটকলকেই মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও