স্ট্রাইকার গোল করলেন, আবার গোলরক্ষক হয়ে গোল বাঁচালেনও
প্রথম আলো
প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ১২:০১
স্ট্রাইকার তো গোল করবেনই, ওটাই তাঁর কাজ। যেমন গোলরক্ষকের কাজ গোল বাঁচানো। কিন্তু এ দুটি কাজই যদি একজনই করেন এবং সেটা একই ম্যাচে? বিস্মিত হচ্ছেন তো! আমন ঘটনাই ঘটেছে কাল রাতে সেভিয়ার র্যামন সানচেজ-পিজুয়ান স্টেডিয়ামে। সেভিয়ার আর্জেন্টাইন উইঙ্গার লুকাস ওকাম্পোস প্রথমে স্ট্রাইকার হয়ে গোল করেছেন। আবার ম্যাচের শেষে গোলরক্ষক বনে গিয়ে দুর্দান্ত দুই সেভ করে দলকে এনে দিয়েছেন দারুণ এক জয়।
কীভাবে ঘটল এই ঘটনা? নিজেদের মাঠে এইবারের বিপক্ষে ম্যাচটায় ৫৬ মিনিটে লুকাস ওকাম্পোসের গোলে এগিয়ে যায় সেভিয়া। যোগ হওয়া সময়ের একবারে শেষ মিনিটে এইবারের একটি শট ঠেকাতে গিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লাগে সেভিয়ার গোলরক্ষক টমাস ভাচলিকের।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল ম্যাচ
- স্ট্রাইকার