কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার কারণে রেকর্ড কেনাকাটা কমেছে জাপানে

প্রথম আলো প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ১২:০৫

করোনার বিস্তার রোধে লোকজন ঘরে থাকায় জাপানে বেসরকারি ব্যয় রেকর্ড পরিমাণ কমেছে। সরকারি পরিসংখ্যান দেখা গেছে, গত বছরের তুলনায় মে মাসে বেসরকারি ব্যয় ১৬ দশমিক ২ শতাংশ কমেছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, ২০০১ সাল থেকে এই পরিসংখ্যান করা হয়। সেই সময় থেকে এবারই সবচেয়ে বেশি কমেছে। এতে বোঝা যাচ্ছে, মহামারি বিশ্বের তৃতীয় বৃহৎ এই অর্থনীতিতে কতটা আঘাত হেনেছে।


বিশ্লেষকেরা বলছেন, গত সাড়ে চার বছরের মধ্যে প্রথমবারের মতো মন্দায় জাপান। পরিসংখ্যান বলছে, মানুষের হোটেল, পরিবহন ও বাইরে খেতে যাওয়ার ব্যয় অনেক কমেছে। তবে মাংস, অ্যালকোহল ও মাস্কে ব্যয় বেড়েছে। করোনা মোকাবিলায় নেওয়া জরুরি অবস্থা মে মাসেই উঠিয়ে নেয় জাপান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও