কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডেঙ্গু ছাড়াও এই সময় হতে পারে মশাবাহী ছয় রোগ!

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ১০:৫৭

বর্ষাকাল মানেই মশার বংশবৃদ্ধি! এই সময় যেখানে যেখানে পানি জমে আর মশা সেখানে লার্ভা ছাড়ে। যার থেকে জন্ম নেয় হাজারো মশা। স্বাভাবিকভাবেই এই সময় মশার উপদ্রবও বাড়ে। আর মশার কামড়ে শুধু ডেঙ্গু নয় হতে পারে চিকনগুনিয়া, ম্যালেরিয়াসহ নানান রোগ। একে তো করোনাভাইরাস মহামারি চলছে তার উপরে যদি মশাবাহিত রোগও বাড়ে সেক্ষেত্রে বিপদ বাড়বে। এজন্য এই সময় এর থেকে দূরে থাকতে সাবধানতা অবলম্বন করুন। এই সময় হতে পারে মশাবাহী ছয়টি রোগ।

সে সম্পর্কে জেনে নিন এবং সাবধানতা অবলম্বণ করুন। এনকেফালাইটিস ‘কিউলেক্স’ নামক মশার মাধ্যমে ছড়ায় এই রোগ। যার প্রকোপ সবচেয়ে বেশি এশিয়া মহাদেশে, বিশেষত জাপানে। এর উপসর্গ হল জ্বর ও মাথাব্যথা। আক্রান্ত ব্যক্তির প্রতি ২৫০ জনের মধ্যে একজনের দেখা দেয় খিঁচুনি, মানসিক ভারসাম্যহীনতা এবং প্যারালাইসিস বা অসাড়তা। টিকাই এই রোগের সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। জিকা ভাইরাস এই রোগের বাহক মশার বৈজ্ঞানিক নাম ‘এইডেস অ্যালবোপিকটাস’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও