![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F07%2Fbadur.jpg%3Fitok%3DVlpzQfmT)
সাত বছর আগে চীনের খনিতে মিলেছিল করোনার মতো ভাইরাস!
এনটিভি
প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ০৮:১৫
সাত বছর আগে চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো ভাইরাসের নমুনার সঙ্গে অনেকটা মিল রয়েছে নভেল করোনাভাইরাসের। সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসে প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত এমন তথ্য বর্তমান বৈশ্বিক মহামারি করোনার উত্স সংক্রান্ত অজানা প্রশ্নগুলো আরো একবার তুলে ধরেছে। দ্য সানডে টাইমসের বরাত দিয়ে সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ২০১৩ সালে দক্ষিণ-পশ্চিম চীনের একটি পরিত্যক্ত তামার খনিতে বাদুড়ের ব্যাপক উপদ্রব ছিল। সেখানে বাদুড়ের মল পরিষ্কারের কাজে নিযুক্ত ছয়জন কর্মী তীব্র নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে তিনজন মারা গিয়েছিলেন। বাদুড় থেকে তাঁদের মধ্যে ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছিল বলে সন্দেহ