যতোই দিন গড়াচ্ছে, বার্সেলোনাকে ঘিরে জলঘোলা হচ্ছে আরও। ৪৮ ঘণ্টার ব্যবধানে বদলে গেলো, জাভি হার্নান্দেজের চুক্তির খবর। আরও এক বছর কাতারের ক্লাব আল সাদের কোচের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন জাভি। এদিকে লিওনেল মেসির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বিপাকে পড়েছেন বার্সা সভাপতি বার্তোমিউ। দায়িত্বের শেষ বছরের পুরোটা সময় ক্লাবে থাকতে পারবেন কি না তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। চাইলে ক্যাম্প ন্যু'তে একটা শ্যুটিং ইউনিট রেখে দেয়া যায়।
বার্সার ঘরে যে নাটক চলছে তার শেষ কোথায়, অনুমান করা কঠিন। যাতে নতুন মাত্রা যোগ করেছেন জাভি হার্নান্দেজ। মৌসুম শেষে কাতালানদের কোচের দায়িত্ব নেবেন ইতোমধ্যে বাৎসরিক ৬ মিলিয়ন ইউরো চুক্তিতে সম্মতও হয়েছেন গণমাধ্যমের এমন খবরে গরম কাতালান শিবির। কিন্তু কোনো এক অজানা কারণে হঠাৎই বেঁকে বসেছেন জাভি। কিকে সেতিয়েনের বিদায়ের গল্প লিখে ফেলেছেন অনেকে। কিন্তু দু'দিন যেতেই উল্টে গেলো চিত্র।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.