‘দাদার হাতের রান্না আর খাওয়া হবে না’
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৬ জুলাই ২০২০, ২১:৫৩
শুধু গান নয়, কিংবদন্তি এন্ড্রু কিশোরের রান্নার হাতও ছিলো অসাধারণ। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় এই অনবদ্য সংগীতশিল্পীর মৃত্যুর খবরে শোকের মিছিল নেমেছে সোশ্যাল মিডিয়ায়।স্মৃতির ডালা খুলে বসেছেন শিল্পীরা। এরমধ্যে একেবারে আলাদা কিছু তথ্য দিলেন এই প্রজন্মের অন্যতম শিল্পী সানিয়া সুলতানা লিজা।
স্মৃতি হাতড়ে তিনি জানান, এন্ড্রু কিশোরের রান্নার খবর। আফসোস করেই বলেন, ‘দাদার হাতের মজার রান্না আর খাওয়া হবে না।’ লিজার ভাষ্যে, ‘২০১১ সালে আমেরিকায় ট্যুর করি আমরা। টানা দেড়মাসের ট্যুর ছিলো। সেই সুবাদে দাদার সঙ্গে বসে রোজ সকালে রেওয়াজ করা ছিলো আমাদের রুটিন। এর বাইরে দাদা আর আমি একসাথে মাটি খুঁড়ে খুঁড়ে ছোট্ট একটা বাগান করেছিলাম সেখানকার আয়োজক মনির ভাইয়ের বাসার পেছনের উঠোনে। সেই বাসাতেই আমরা সব শিল্পীরা থাকতাম। তো আমার তেমন গাছ লাগানোর অভিজ্ঞতা ছিলো না।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে
১ বছর, ৩ মাস আগে
১ বছর, ৭ মাস আগে
২ বছর, ৫ মাস আগে
২ বছর, ৯ মাস আগে
সমকাল
| বাংলাদেশ বেতার
২ বছর, ৯ মাস আগে
৩ বছর আগে
৩ বছর, ৪ মাস আগে