কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

থানায় আটকে থ্রি-হুইলার মালিককে মারধর, ২ পুলিশ প্রত্যাহার

বাংলা ট্রিবিউন বানারীপাড়া প্রকাশিত: ০৬ জুলাই ২০২০, ১৯:৫৬

বরিশালের বানারীপাড়ায় থ্রি-হুইলার মালিক সংগঠনের সহ-সভাপতিকে থানার মধ্যে আটকে নির্যাতনের ঘটনায় দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল।

ক্লোজ করা পুলিশ সদস্য হচ্ছেন– এসআই রিয়াজ হোসেন ও কনস্টেবল শফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদিক জাকির হোসেন জানান, গত রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে পৌরশহরের হাজারীবাড়ি সংলগ্ন এলাকায় কনস্টেবল শফিকুল ইসলাম তার ব্যক্তিগত মোটরসাইকেলটি সড়কে রেখে কথা বলছিলেন। এ সময় সেখানে থ্রি-হুইলার মালিক সমিতির সহ-সভাপতি জামাল হোসেনের একটি সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি সড়কের ওপর পড়ে লুকিং গ্লাস ভেঙে যায়। এ নিয়ে কনস্টেবল শফিকুল ও জামালের মধ্যে বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে এসআই রিয়াজ ঘটনাস্থলে এসে জামালকে আটক করে থানায় নিয়ে যান। থানার মধ্যে একটি কক্ষে তাকে আটকে এসআই রিয়াজ ও কনস্টেবল শফিক বেদম মারধর করেন। বিষয়টি জানাজানি হলে বানারীপাড়া থেকে থ্রি-হুইলার চলাচল বন্ধ দেয় সংগঠনটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও