নষ্ট ফ্রিজে ওষুধ সংরক্ষণ, ফার্মেসি মালিকের জরিমানা
নষ্ট ফ্রিজে তাপ সংবেদনশীল ওষুধ সংরক্ষণের দায়ে চট্টগ্রামে একজন ফার্মেসি মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৬ জুলাই) নগরের বহদ্দার হাট এলাকার হক মার্কেটের একটি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।অভিযানে হক মার্কেটের আজগর আলী ফার্মেসিকে অননুমোদিত ওষুধ বিক্রি, জীবনরক্ষাকারী ওষুধ সামগ্রী ও ইনজেকশন নষ্ট ফ্রিজে সংরক্ষণ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া শাহ আমানত ফার্মেসিকে সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনা না করায় ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এদিকে দোকানে পণ্যের মূল্যতালিকা না টাঙানোয় কোতোয়ালী এলাকার ৫টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান।
অভিযানে মূল্য তালিকা ঝুলিয়ে প্রদর্শন না করায় এবং মূল্য তালিকা না রাখায় আনসার স্টোর, ইলিয়াস স্টোর, ইদ্রিস স্টোর, ঘোষ স্টোর এবং সোহেল স্টোরকে ১০ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জরিমানা
- ওষুধ সংরক্ষণ