You have reached your daily news limit

Please log in to continue


তানহা মৌমাছির ‘তোমারই বিহনে’

সময়ের আলোচিত চিত্রনায়িকা তানহা মৌমাছি। এরইমধ্যে মুক্তি পেয়েছে তাঁর বেশকিছু চলচ্চিত্র। তবে এই সময়ে করোনাভাইরাসের কারণে অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে তিনটি চলচ্চিত্র আর চূড়ান্ত চুক্তি করেও মহামারীর জন্য শুরু করতে পারেননি দুটি চলচ্চিত্রের কাজ। করোনার কারণে তানহা মৌমাছি তিন মাস নিজেকে ঘরবন্দি রেখেছিলেন। তবে সরকারঘোষিত লকডাউন প্রত্যাহারের পর ফের কাজে নেমেছেন রূপালী পর্দার জনপ্রিয় এই নায়িকা। এবার ‘তোমারই বিহনে’ শিরোনামে একটি মিউজিক্যাল ফিল্মে কাজ করেছেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন কনিকা রায় ও এফ আই তালুকদার। সুর ও সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ। মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন এ কে আজাদ। ক্যামেরায় ছিলেন লিটন। এ ব্যাপারে তানহা মৌমাছি এনটিভি অনলাইনকে বলেন, ‘করোনার কারণে এই কয়েক মাস ঘরবন্দি থেকে হাঁপিয়ে ওঠেছিলাম। দুদিন শুটিং করতে পেরে মনে হলো তাপদাহের মধ্যে এক পশলা বৃষ্টি হয়েছে। মনে হল, জীবনীশক্তি ফিরে পেলাম। যদিও এখনো করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, তবে জনজীবন কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আমরা শুটিং করেছি। গতকাল আমাদের শুটিং শেষ হয়েছে। গানটির কথা ও সুর দারুণ হয়েছে। এর দৃশ্যধারণও চমৎকার হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’ তানহা মৌমাছি পরিচালক শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন