পশুর হাটে চলবে অভিযান, স্বাস্থ্যবিধি না মানলে শাস্তি

বাংলা নিউজ ২৪ চট্টগ্রাম প্রকাশিত: ০৬ জুলাই ২০২০, ১৬:৩২

কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি না মেনে পশু কেনা-বেচা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

নগরে সিটি করপোরেশনের তত্বাবধানে বসা পশুর হাটগুলোতে সরকারি নির্দেশনা প্রতিপালন করতে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্তও নিয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম বাংলানিউজকে বলেন, নগরে পশুর হাটে ভিড় কমাতে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে বাড়তি হাট বসানো হবে। এসব হাটে একটি পশু কিনতে দুইজনের বেশি আসতে পারবেন না।

তিনি বলেন, সাধারণত কোরবানির পশুর হাটে মানুষের বাড়তি ভিড় থাকে। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে পশু পছন্দ করে কিনেন। তবে এইবার করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে এসব করা যাবে না। হাটে ভিড় বা বেশিক্ষণ অবস্থান করা যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও